বৃহস্পতিবার, ২১শে জুন, ২০১৮ ইং ৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের আহবান বিএনপির

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহবান জানিয়েছে বিএনপি। দলের সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহবান জানান দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শনিবার বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্স যোগে লন্ডন থেকে দেশে ফিরছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমাদের দল উদ্বিগ্ন।
তিনি বলেন, খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল হওয়ায় তার জন্য নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

Print Friendly, PDF & Email