বাড়তি টাকা আদায় করায় সিএনজি মালিকের বিরুদ্ধে অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতে চালক
সিএনজির জমা বাবদ বাড়তি টাকা আদায় করায় নিজের মালিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করেছেন এক অটোরিকশা চালক নূর হোসেন। সরকার নির্ধারিত সিএনজির দৈনিক জমা ৯০০ টাকার বিধান থাকলেও মো. হারুন (হারুন হুজুর) নামের ওই মালিক চালকদের কাছ থেকে ১ হাজার ৪০০ টাকা করে আদায় করেন বলে অভিযোগ করেন নূর।
সোমবার রাজধানীর ঢাকা ক্লাবের সামনে বাস ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মালিকের বিরুদ্ধে অভিযোগ করেন ওই চালক। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আল-আমীন।
সিএনজি চালক নূর হোসেন বাংলামেইলকে বলেন, ‘আমরা মিটার অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ভাড়া নিতে চাই। কিন্তু মালিকপক্ষ আমাদের কাছ থেকে অনেক বেশি ‘জমা’ আদায় করে। দৈনিক ৯০০ টাকা জমার কথা সরকার থেকে বলা হলেও মালিকরা আমাদের কাছ থেকে এখনো ১ হাজার ৪০০ টাকা করে আদায় করছে।’
তিনি বলেন, ‘আমরা আছি মহাবিপদে। মিটারে না চললে মোবাইল কোর্ট জরিমানা করে। আবার মালিক জমার টাকা বেশি নেয়। তাহলে আমার কামাই কী থাকে? তাই কোনো উপায় না দেখে নিজের থেকে এখানে আসছি অভিযোগ দিতে।’ শুধু চালকদের জরিমানা না করে, মালিকদের বিরুদ্ধেও যেন যথাযথ ব্যবস্থা নেয়া হয় এটাই দাবি তার।
ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত বিআরটিএ’র (আদালত- ৫) নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আল-আমীন বাংলামেইলকে বলেন, ‘সিএনজি মালিকরা বাড়তি ভাড়া নিচ্ছে বলে একজন চালক অভিযোগ করেছেন। তার অভিযোগ গ্রহণ করেছি এবং এর সত্যতা যাচাই করা হবে। তার অভিযোগ আমরা বিআরটিএকে দেবো, তারাই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
তিনি বলেন, ‘সিএনজিটির (১৩-৪৫১১) কাগজপত্র জব্দ করা হয়েছে। তবে চালক ও সিএনজি ছেড়ে দেয়া হয়েছে। আগামী তিনদিনের মধ্যে সিএনজির মালিক মো. হারুনকে বিআরটিএ-তে এসে দেখা করার নির্দেশ দেয়া হয়েছে।’
এ প্রসঙ্গে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হানিফ খোকন বাংলামেইলকে বলেন, ‘মালিকদের যদি সরকারি নিয়মানুযায়ী ৯০০ টাকা জমা নিতে বাধ্য করতে পারে, তাহলে চালকরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেবে না। আমি চালকদের সঙ্গে কথা বলে দেখেছি, ৯০ শতাংশ চালক এই নিয়মে সন্তুষ্ট। তবে দু’একজন এতেও আপত্তি করেছে।’
বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪টি মামলা এবং ৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ে শিকড় পরিবহনের একাধিক বাসকে জরিমানা করা হয়। এছাড়া বাসের ছাদে চড়ার জন্য দু’জনের বিরুদ্ধে ১৩৭ ধারায় মামলা করেছেন আদালত।
এ জাতীয় আরও খবর

নাটোরে স্ত্রী হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজ শুরু

মিথ্যা তথ্য দিয়ে বিক্রি হয় রুহ আফজা,প্রতারণার কারণে মামলা(ভিডিও)
