আগুনে পুড়ে ছাই ২৬টি বসতঘর
AmaderBrahmanbaria.COM
জুন ২২, ২০১৫
নীলফামারীতে অগ্নিকাণ্ডে নয়টি পরিবারের ২৬টি বসতঘর পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রবিবার রাত ৯টার দিকে সদর উপজেলার ট্যাংরাগড় টুপামারীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ইব্রাহিম মিয়া নামে এক ব্যক্তির বাড়ির রান্নাঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে যায় নয়টি পরিবারের ২৬টি বসতঘর। নীলফামারী ফায়ার স্টেশনের টিম লিডার ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকা নিরূপণ করা হয়েছে।