নবীনগরে বজ্রপাতে স্কুল ছাএ নিহত ও একজন আহত
AmaderBrahmanbaria.COM
জুন ১১, ২০১৫
---
বিশেষ প্রতিনিধি : নবীনগরের সাত মুড়া ইউনিয়নের ঈশা নগর গ্রামের সাগর (১৩)নামের এক স্কুল ছাএর মৃত হয়েছে। গত কাল বুধবার সন্ধায় এই ঘটনা ঘটে। এই সময় সালাউদ্দিন নামের এক কিশুর বজ্রপাতে আহত হয়েছে। নিহত সাগর ঈশা নগর গ্রামের নুরুল আমিনের ছেলে।সে স্হানিয় সাতমুড়া উচ্ছবিদ্যালয়ের ছষ্ট শ্রেনীর শির্ক্ষাখী।সাত মুড়া ইউনিয়ন পরিশোধের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ বজ্রপাতে নিহতের কখা র্নিদিষ্ট করেছেন।





নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, আহত ৪
নবীনগরে ইউপি নির্বাচন-বিএনপি ও জাসদ প্রার্থীদের বর্জনের ঘোষনা : আহত- ২০, গ্রেফতার-১