র্যাব-১৪ আভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক উদ্ধার
---
১৯/৯/১৪ ইং তারিখ আনুমানিক ০৪.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, কোম্পানী-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর এ জেড এম সাকিব সিদ্দিকী এর নেতৃত্বে একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে থানাধীন আশুগঞ্জ রেলওয়ে ষ্টেশনের নসিরাবাদ ট্রেনের বগী নং- ১৮৭০ এর ভিতরে বৈদ্যুতিক বক্সের ভিতরে ০২টি প্লাষ্টিকের বাজারের ব্যাগ পরিত্যাক্ত অবস্থায় ১৯ বোতল ফেন্সিডিল, ০৪ বোতল বিয়ার এবং ০৮ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের মূল্য আনুমানিক ৫০০*১৯= ৯,৫০০/- (নয় হাজার পাঁচশত), বিয়ারের মূল্য আনুমানিক ৩০০*০৪= ১,২০০/- (এক হাজার দুইশত) এবং হুইস্কির মূল্য আনুমানিক ৩০০*০৮= ২,৪০০/- (দুই হাজার চারশত) টাকা হবে। জব্দকৃত মালামাল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।