সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ঢাকায় মাধুরী দীক্ষিত

সিনেমায় আগের মতো দেখা না গেলেও এখনো দারুণ জনপ্রিয় বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। জানা গেল, প্রথমবারের মতো ঢাকায় আসছেন ‘দিল তো পাগল হ্যায়’-খ্যাত এ তারকা।

সোহানা গ্রুপের আয়োজনে ফেব্রুয়ারিতে তিনদিনব্যাপী ‘হোয়াইট স্যান্ড রিসোর্ট ভ্যাকেশন ফেয়ার’ অনুষ্ঠিত হবে ঢাকায়। সমাপনী দিনের আয়োজনে অংশ নিতে ১৫ ফেব্রুয়ারি আসছেন ৫০ বছর বয়সী মাধুরী।

ওইদিন সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

সোহানা গ্রুপের পরিচালক ফারিয়া মাহবুব পিয়াসা জানান, ইতোমধ্যে মাধুরী দীক্ষিতের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। ওইদিনের অনুষ্ঠানে আধা ঘণ্টার পরিবেশনায় নিজের অভিনীত জনপ্রিয় কিছু গানের সঙ্গে পারফর্মও করবেন তিনি।

শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরো আয়োজন সম্পর্কে জানানো হবে।

১৯৮৪ সালে ‘অবোধ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাধুরীর। ১৯৮৮ সালে ‘তেজাব’ ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর নব্বইয়ের দশকজুড়ে বলিউড শাসন করেছেন তিনি। চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য ২০০৮ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী’তে ভূষিত হন মাধুরী। এছাড়া ফিল্মফেয়ার’সহ অসংখ্য স্বীকৃতি পেয়েছেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

‘বাড়ি গেলে সৎ বাবা মারে’

ফেবারিটদের কী হলো?

হিজরা দলের অভিনব কায়দায় ছিনতাই

ঈদের আনন্দ এখন একটু কম, সবাইকে শুধু দিতেই হয়: চম্পা

ক্রিকেটারদের ঈদ কেমন কাটছে?