সোমবার, ১২ই জুন, ২০১৭ ইং ২৯শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

সরাইলে ব্যবসায়ি শওকত হত্যা মামলার দ্বিতীয় আসামী গ্রেপ্তার

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১০, ২০১৪

---

Grafterমাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফল ব্যবসায়ি শওকত আলী হত্যা মামলার অন্যতম আসামী মোর্শেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গত মঙ্গলবার রাত ১১টায় জেলা সদরের বিরাশার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, এ মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য সোর্সের পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসছিলাম। প্রযুক্তির মাধ্যমেই মঙ্গলবার রাতে মামলার অন্যতম আসামী মোর্শেদের অবস্থান নিশ্চিত হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) মোঃ শহিদুল ইসলাম সদর থানার করেয়কজন ফোর্স নিয়ে বিরাশার এলাকায় একটি সিএনজি অটোরিক্সাতে আরোহনের সময় মোর্শেদকে গ্রেপ্তার করা হয়। এস আই শহিদুল জানায়, শওকত খুনের ঘটনা ছাড়াও মোর্শেদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, গরুচুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এর আগে গ্রেপ্তার করা হয়েছিল মোবারক ও হেলিমকে। প্রসঙ্গত: জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৩ আগষ্ট রাত ৯টায় বাড়ির সামনের সড়কে মোর্শেদ মোবারক সহ এক দল লোক কূপিয়ে নির্মম ভাবে হত্যা করে শওকত আলীকে। ১৪ আগষ্ট শওকতের বড় ভাই বাতেন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বাতেন জানায়, মামলার পর থেকে আসামীরা আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। 

 

এ জাতীয় আরও খবর