শনিবার, ২৪শে জুন, ২০১৭ ইং ১০ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের ব্যবস্থা না করে ব্রিজ নির্মাণ

AmaderBrahmanbaria.COM
জুন ১২, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সপ্তাহ দুয়েক আগে সড়কের শালগাও নামক স্থানে পুরাতন ব্রিজ ভেঙে নতুন ব্রিজের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এতে পুরোপুরি সড়ক বিভক্ত হয়ে পড়ে। হাজার হাজার মানুষের ভোগান্তি উঠে চরমে।

এই সড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে নবীনগরের কৃষ্ণনগর পর্যন্ত সরাসরি যোগাযোগ চালু রয়েছে। প্রতিদিন কয়েকশত সিএনজি অটোরিকসা ও অন্যান্য যানে করে কয়েক হাজার মানুষ চলাচল করতো এই সড়কে। ট্রাক-ট্রাক্টরে করে পণ্য পরিবহন হতো। ব্যস্ততম এই সড়কে ব্রিজের অংশে চলাচলের বিকল্প কোন ব্যবস্থা না করে রোজার মধ্যে ও ঈদের আগে নতুন ব্রিজ নির্মানের কাজ শুরু করেছে এলজিইডি।

সরজমিনে দেখা গেছে ব্রিজের একপাশ থেকে বাঁশের সাঁকো দিয়ে আরেক পাশে গিয়ে গাড়ি বদলে চলাচল করা হয়েছে। বড়াইলের গ্রামের রহিম মিয়া বলেন- হঠাৎ ব্রিজ ভেঙ্গে ফেলায় এলাকার মানুষ অনেক কষ্টের মধ্যে পড়েছে। ক্ষোভ প্রকাশ করেন আরো অনেকে। ব্রিজের একপাশে কিছু অংশ ভাঙা থাকলেও তা দিয়ে যানবাহন চলাচল করতে পেরেছে বলে জানান শালগাও গ্রামের লোকজন।

এব্যাপারে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রায়হান সিদ্দিক জানান বিষয়টি তিনি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলবেন ।

এ জাতীয় আরও খবর