গ্রহণযোগ্য নির্বাচনে সদিচ্ছা প্রদর্শন করুন: যুক্তরাষ্ট্র
---
বাংলাদেশের চলমান সহিংসতা বন্ধে আবারও প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির ঢাকাস্থ দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী মেয়াদ যখন শেষ হওয়ার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে সে সময় প্রধান দুই দলের জন্যই এটা এখন আরো জরুরি হয়ে পড়েছে যে, তারা যেন নির্ভরযোগ্য প্রতিনিধিদের দায়িত্ব প্রদান করে। যাতে করে তারা গঠনমূলক সংলাপে অংশগ্রহণ করে বাংলাদেশী জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এমন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ বের করতে পারে।
আমাদের বিশ্বাস, সদিচ্ছার মাধ্যমে দুই দলই অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পাদনের পথ খুঁজে বের করতে সক্ষম হবে। এটাই বাংলাদেশের মানুষের চাওয়া ও প্রাপ্য।
সহকারী সচিব বিসওয়াল যেমনটি তার বাংলাদেশ সফরকালে পরিষ্কার করে বলেছিলেন যে সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নয়। এটা অগ্রহণযোগ্য এবং অবিলম্বে সহিংসতা বন্ধ করতে হবে। বিগত কয়েকদিনের অযৌক্তিক সহিংস ঘটনাবলী বিশেষভাবে নিন্দনীয়। কারণ এই সব বোমা হামলা বা যানবাহনে আগুন দিয়ে জীবন্ত পোড়ানোর মধ্য দিয়ে নির্দোষ মানুষকে ইচ্ছাকৃতভাবে এই সকল সহিংসতার লক্ষ্যে পরিণত করা হচ্ছে।
আমরা বিশ্বাস করি সকল দলেরই অবাধে ও শান্তিপূর্ণভাবে নিজের মতামত প্রকাশের সুযোগ থাকতে হবে। এই সুযোগ প্রদান করা সরকারের দায়িত্ব। এবং বিরোধীদলের শান্তিপূর্ণভাবে এই সুযোগের ব্যবহার করা উচিত বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।