ভারতকে দুই উইকেটে হারিয়ে সিরিজে টিকে থাকল ওয়েস্ট ইন্ডিজ
---
বৃথা যায়নি কাইরন পাওয়েল, লেন্ডল সিমন্স, ড্যারেন ব্র্যাভো আর ড্যারেন স্যামির হাফ সেঞ্চুরির ইনিংস। এদের ব্যাটে তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশাখাপট্টমে ভারতের বিপক্ষে দুই উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ম্যাচে হেরে যাওয়া ক্যারিবিয়ানরা সমতা ফেরানোর মধ্য দিয়ে টিকে থাকল সিরিজে।
জয়ের জন্য ২৮৯ রানের লক্ষ্যে শুরুতে মাত্র ২৩ রানের মধ্যে দুইজন ব্যাটসম্যানকে হারালেও কাইরন পাওয়েল এবং ড্যারেন ব্র্যাভো তৃতীয় উইকেটে শতরানের ভাগিদারী গড়লে খেলায় ফেরে সফরকারীদল। দলীয় ১২৩ রানে ব্র্যাভোর (৫০) বিদায়ের পর ১৪৭ রানের মাথায় চতুর্থ উইকেট হিসাবে কাইরন পাওয়েল (৫৯ রান)-এর পতন ঘটলে স্বাগতিকরা কিছুক্ষণের জন্য ম্যাচের নিয়ন্ত্রণ লাভ করেছিল। এ পর্যায়ে প্রতিরোধ গড়েন অধিনায়ক ডোয়াইন ব্র্যাভো এবং লেন্ডল সিমন্স। ব্র্যাভোদের বড় ভাই দলীয় ১৮৫ রানের মাথায় ভুবনেশ্বর কুমারের বলে শিখর ধাওয়ানের তালুবন্দি হলেও লেন্ডল সিমন্স এবং ফর্মহীনতার কারণে সমালোচনার মুখে থাকা টেস্ট অধিনায়ক ড্যারেন স্যামির হাফ সেঞ্চুরিতে জয়ের পথেই থাকে ক্যারিবিয়ানরা।
লেন্ডল সিমন্স ৬২ রানে লেগ বিফোর উইকেটের শিকার হলেও ক্রিজে ঠায় দাঁড়িয়েছিলেন ড্যারেন স্যামি। সুনীল নারাইনকে রানের খাতা খোলার আগেই ভারতীয় পেসার মোহাম্মদ শামি সাজঘরের টিকিট ধরিয়ে দেন। অবশ্য ধ্বংসস্তুপের মাঝখানে দাঁড়িয়েও বীরাস্বামী পারমলকে সাথে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌছানোর (আট উইকেটে ২৮৯ রান) সময়ে স্যামির নামের পাশে অপরাজিত ৬৩ রানের ইনিংস। বল বাকি তিনটা, আর উইকেট হাতে দু’টো।
আবারও ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন ঋতুপর্ণা!
নড়াইলে ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফির ৩২তম জন্মদিন পালিত
আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কমের সরাইল প্রতিনিধি মাহবুবু খান বাবুলের মাতার ইন্তেকাল
মোদির সফরে বন্ধ হবে সীমান্ত হত্যা!
ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌযানের ক্যাপ্টেন ও ক্রু গ্রেপ্তার
ময়মনসিংহে থাইল্যান্ড অর্কিডের সফল চাষ
‘যৌন নির্যাতনকারীদের রাসায়নিকভাবে নপুংসক করা হবে!’
নিজের ছবির প্রচারণায় গিয়ে শ্লীলতাহানির শিকার জেরিন খান
বাঙালিকে খুশি করা কষ্টকর
মারা গেছেন ভারতের রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ
‘পুলিশি বাধায়’ কূটনীতিকদের নিয়ে হোটেল ওয়েস্টিনে জামায়াতের ইফতার পার্টি বন্ধ
