মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০১৯ ইং ৩রা বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

news-image

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের দলের নেতৃত্বে যথারীতি মাশরাফি বিন মর্তুজা। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে এই স্কোয়াডের সাথে আরো দুইজন যুক্ত হবেন। তবে জায়গা হয়নি তাসকিন আহমেদ ও ইমরুল কায়েসের।মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বিসিবি সভাপতি ও নির্বাচকদের বিভিন্ন সময়ের বক্তব্য থেকে আগেই বোঝা গিয়েছিল দল অনেকটাই গুছিয়ে এনেছেন তারা। শুধু দুইটি পজিশন নিয়ে ছিল কিছুটা দ্বিধা। বাকি ১৩ জন সম্পর্কে আগেই নিশ্চিত হওয়া গিয়েছিল।ঘোষিত দলে স্বভাবতই আছেন পঞ্চপাণ্ডব— মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনরা আছেন অনুমিতভাবেই।তবে নির্বাচকরা চমক দেখিয়েছেন বাকি দুইজনের ক্ষেত্রে। সব কৌতূহলের অবসান ঘটিয়ে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে গেছেন আবু জায়েদ রাহী ও মোসাদ্দেক হোসেন সৈকত।

এতদিন দিন ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল একজন বাড়তি স্পিনার ও পেসার নেওয়া হতে পারে দলে। পঞ্চম পেসার হিসেবে রাহী জায়গা পেলেও কপাল খোলেনি বাড়তি কোন স্পিনারের। সাকিব আল হাসানকে নিয়ে টাইগারদের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন মিরাজ। বদলে ব্যাটিং অল রাউন্ডার হিসেবে মোসাদ্দেক জায়গা পেয়েছেন বিশ্বকাপ মিশনে।বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হলেও ২৩ মে পর্যন্ত দলে পরিবর্তনের সুযোগ থাকবে। ফলে আয়ারল্যান্ড সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতে চাইলে পরিবর্তন আনতে পারবে বোর্ড।আগামী ৩০ মে পর্দা উঠছে ইংল্যান্ড বিশ্বকাপের। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন। কেনিংটন ওভালে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপ স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহীম, লিটন দাস, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, আবু জায়েদ রাহী, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান।

ত্রিদেশীয় সিরিজে যুক্ত হবেন : নাইম হাসান ও ইয়াসির রাব্বি।

এ জাতীয় আরও খবর

ভর্তিতে অসহযোগিতা, রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাড়ছেন সোমালিয়ান শিক্ষার্থীরা

দুর্নীতি মামলায় নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যানসহ নয়জনের জরিমানা

পীরগাছায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বাংলাদেশে মাছে আর ফরমালিন নেই!

রংপুরে পুলিশের এসআইসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ : কৃষি কর্মকর্তার যাবতজীবন কারাদন্ড

যে কারণে বিশ্বকাপ দলে মোসাদ্দেক-রাহী

ধর্ষণ: ভিক্টিমের জবানবন্দি নেবেন নারী ম্যাজিস্ট্রেট

আশুগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমবাগানে থাকবে পুলিশ

বিকেল ৫টায় বিজিএমইএ ভবন সিলগালা

২১ এপ্রিলই পবিত্র শবে বরাত