রবিবার, ৯ই সেপ্টেম্বর, ২০১৮ ইং ২৫শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

দীঘায় মিলল ডলফিন, সেলফি তুলতে ব্যস্ত পর্যটকরা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মন্দারমণির পর এবার দীঘায় মিলল ডলফিন। শুক্রবার (০৭ সেপ্টেম্বর) নিউ দিঘায় ডলফিনের মরদেহ উদ্ধার করা হয়। মৃত ডলফিনের সঙ্গেই সেলফি তুলতে দেখা যায় পর্যটকদের। ডলফিনটি ৬ ফুট লম্বা।

খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে বনকর্মীরা। কোথাও ধাক্কা লেগে মৃত্যু হয় ডলফিনটির বলে অনুমান করা হচ্ছে। সকালের জোয়ারে দিঘায় চলে আসে। বারবার কেন দিঘায় এসে পড়ছে? তা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।

এর আগে মন্দারমণির সৈকতে পাওয়া দেখা পাওয়া গিয়েছিল ডলফিনের। তবে সেটি জীবন্ত ছিল। জোয়ারের তোড়ে হঠাৎই সৈকতের একেবারে নাগালে চলে আসে ডলফিনটি। ছুটে যান কয়েকজন পর্যটক। ডলফিনের সঙ্গে সেলফি তুলতে হুড়োহুড়ি পড়ে যায়। কয়েকজন ডলফিনের লেজ ধরে টানাহ্যাঁচড়াও করেন। ততক্ষণে নাজেহাল দশা ডলফিনটির।

এর আগেও একাধিকবার মন্দারমণিতে ভেসে এসেছে ডলফিনের মরদেহ।