একসঙ্গে আছেন বলিউড ও হলিউড তারকা ‘প্রিয়াঙ্কা’
বিনোদন ডেস্ক : বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিক জোনাসের নতুন নাম দিয়েছে সংবাদমাধ্যম—‘নিয়াঙ্কা’। জানা গেছে, এখন তাঁরা একসঙ্গেই আছেন। পিপল ম্যাগাজিনকে প্রিয়াঙ্কা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে আমরা একসঙ্গে সময় কাটাচ্ছি। একে অপরকে চেনার এবং জানার চেষ্টা করছি। নিজেদের আরও ভালো করে জেনে নিচ্ছি।’ আর নিক জোনাসের ব্যাপারে বললেন, ‘আমার মনে হয়, নিকের জন্য এটা খুব ভালো অভিজ্ঞতা।’ এর আগে প্রিয়াঙ্কা চোপড়ার ব্যাপারে নিক জোনাসের কাছে জানতে চাওয়া হয়। তখন তিনি বলেছিলেন, ‘প্রিয়াঙ্কা ভালো মানুষ।’
মা মধু চোপড়া আর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে নিক জোনাসকে সঙ্গে নিয়ে মুম্বাই যান প্রিয়াঙ্কা চোপড়া। মধু চোপড়া নিককে প্রথম দেখেছেন মুম্বাইয়ে এক রেস্তোরাঁয়। এখানে তিনি প্রিয়াঙ্কা আর নিককে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানান। সেদিন প্রিয়াঙ্কা আর নিকের সম্পর্ক নিয়ে মধু চোপড়া বলেন, ‘আমরা শুধু ডিনারে গিয়েছিলাম। নিক সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু আমাদের গ্রুপ ছিল অনেক বড়। ওখানে ১০ জন ছিলেন। আমি নিককে ভালোভাবে চেনার সুযোগই পাইনি। মতামত জানানোর জন্য তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।’
এর আগে নিউ জার্সির আটলান্টিক সিটিতে এক আত্মীয়ের বিয়েতে প্রিয়াঙ্কাকে নিয়ে যান নিক। সেখানে পুরো জোনাস পরিবারের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা। তাঁদের মধ্যে কথা হয়। ফিল্মফেয়ার ম্যাগাজিনের অনলাইন সংস্করণের খবর অনুযায়ী, জুলাই অথবা আগস্ট মাসেই প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের বাগদান হবে।
এদিকে আগেই জানা গেছে, সালমান খানের সঙ্গে ‘ভারত’ ছবিতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার জানা গেছে, এরপর তিনি সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিতে অভিনয় করবেন। এরই মধ্যে নিজের চূড়ান্ত মত জানিয়ে দিয়েছেন। নতুন খবর হলো, ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিতে প্রিয়াঙ্কা কাজ করবেন ঠিকই, কিন্তু তার জন্য কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। অন্যতম শর্ত হলো, ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির লাভের অংশ দিতে হবে তাঁকে। এর আগে বলিউডের পুরুষ সুপারস্টারদের মধ্যে হাতে গোনা কয়েকজন এই সুযোগ নেন। তবে নারী তারকাদের ক্ষেত্রে তেমনটা শোনা যায়নি।