ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমূখর পরিবেশে রথযাত্রা উৎসব পালিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমূখর পরিবেশে ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহনে শহরের মধ্যপাড়া রাধামাধব আশ্রম থেকে রথযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্থানীয় শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ীতে গিয়ে শেষ হয়। রথযাত্রা পূর্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পাল প্রমূখ উপস্থিত ছিলেন। আগামী ২২ শে জুলাই রথযাত্রাটি পুণরায় উল্টোপথে আনন্দময়ী কালিবাড়ী থেকে রাধামাধব আশ্রমে নিয়ে যাওয়ার মধ্যদিয়ে বৃহৎ এ উৎসবের সমাপনী ঘটবে।