আগামী নির্বাচনে কেউ আমাকে হারাতে পারবে না : ট্রাম্প
‘আমাকে কেউ আগামী নির্বাচনে হারাতে পারবে না’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে ২০২০ সালে আবারো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন এবং পূননির্বাচিত হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন বলে জানিয়েছে ‘ইসরায়েল ন্যাশনাল নিউজ’।
রোববার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলকে এক স্বাক্ষাতকারে ট্রাম্প বলেন, ‘আগামী নির্বাচনে আমার জয়লাভ করতে কোন রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না। আমি জানি, জনগণ অবশ্যই আমাকে চায় তাই আগামী নির্বাচনে পুননির্বাচিত হব এটা নিশ্চিত।’
উল্লেখ্য, ২০১৬সালে একটি ঐতিহাসিক নির্বাচনের মধ্যদিয়ে বিশিষ্ট এ ব্যবসায়ী ক্ষমতায় আসেন। যদিও তার নির্বাচনে জয়লাভ করা নিয়ে অনেক বিতর্ক ও প্রশ্ন রয়েছে। নির্বাচনের পর থেকেই তার বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে যে, তিনি রাশিয়ার মাধ্যমে ভোট জালিয়াতি করেছেন ও নির্বাচনকে প্রভাবিত করেছেন। ইতোমধ্যেই রাশিয়ার অন্তত ১২জন গোয়েন্দাকে এই অভিযোগে অভিযুক্তও করা হয়েছে বলে বিবিসি, সিএনএনসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করেছে। টাইমস অব ইসরায়েল