বুধবার, ১৮ই জুলাই, ২০১৮ ইং ৩রা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট নির্বাচনে রানিং মেট হচ্ছেন না গাসিমের স্ত্রী

মালদ্বীপের বিরোধী দল জুমহুরি পার্টি (জেপি)’র নেতা গাসিম ইব্রাহিমের স্ত্রী আয়শাথ নাহুলা বিরোধী জোটের রানিং মেট হওয়ার খবর বাতিল করে দিয়েছেন।

বিরোধী জোটের মধ্যে চুক্তি অনুযায়ী আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জেপি থেকে রানিং মেট দেওয়ার কথা। প্রধান বিরোধী দল মালদিভিয়ান ডেমক্রেটিক পার্টি (এমডিপি) প্রেসিডেন্ট পদে মোহামেদ সলিহকে প্রার্থী করেছে।

জেপি’র দুই সিনিয়র এমপি এবং এর ডেপুটি লিডার নমিনেশন চেয়েছে। এ ব্যাপারে শনিবার সিদ্ধান্ত নেয়ার কথা।

নাহুলা আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় নামছেন বলে খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক গণমধ্যমে তার পক্ষে প্রচারণা শুরু হয়। সম্প্রতি শেষ হওয়া জেপি’র কংগ্রেসের মাধ্যমে কাউন্সিলে অন্তর্ভুক্ত হন তিনি।

দলের সদস্য ও সমর্থকদের প্রতি ধন্যবাদ জানান নাহুলা এবং বলেন যে তিনি বিরোধী জোটে থেকে সংস্কারের প্রচেষ্টা চালিয়ে যাবেন।

তাকে রানিং মেট করা নিয়ে বিরোধী জোটে মতবিরোধ তৈরি হয় বলে জানা যায়। একজন নারী রানিং মেট মেনে নেয়া অত্যন্ত কঠিন হবে বলে ইসলামপন্থী আদালত পার্টি (এপি) জানিয়েছে। সাউথ এশিয়ান মনিটর

এ জাতীয় আরও খবর

বিলাসী জীবনের শান-শওকত ভুলে নাড়ীর টানে পিতৃভূমিতে ওবামা

পচে গেল স্ত্রীর লাশ, ১০ দিন ধরে শুয়ে শুয়ে দেখলেন স্বামী

ওনাদের এত ভয় কিসের: নজরুল ইসলাম খান

ভল্ট থেকে স্বর্ণ হেরফের হয়নি: বাংলাদেশ ব্যাংক

জীবন বাঁচাতে কাতারে আশ্রয় নিয়েছেন আমিরাত যুবরাজ!

স্লাইম টয়ে শিশুদের ডায়রিয়া-বমির স্বাস্থ্যঝুঁকি