‘গন্ডার কূটনীতি’: চীনকে দুর্লভ প্রজাতির গ-ার উপহার দিলো নেপাল
নেপাল বৃহস্পতিবার চীনকে বিপন্নপ্রায় দুর্লভ প্রজাতির এক শিংবিশিষ্ট এক জোড়া গন্ডার উপহার দিয়েছে। শক্তিশালী প্রতিবেশী ও অন্যতম প্রধান বিনিয়োগকারী দেশটির প্রতি ইতিবাচক মনোভাবের প্রকাশ হিসেবে এই উপহার দিলো নেপাল।
অল্পবয়সী পুরুষ ও স্ত্রী গন্ডার রুদ্র ও রূপসীকে একটি চার্টার্ড বিমানে করে চীনের গুয়াংঝু পাঠানো হয়। সাথে গেছেন নেপালের একটি বিশেষজ্ঞ দল।
নেপালের পার্কও ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের প্রধান মান বাহাদুর খাড়কা এএফপিকে বলেন, ‘গন্ডারগুলোকে তাদের খাঁচাসহ বিমানে পাঠানো হয়েছে। এগুলো স্বাস্থ্যবান এবং প্রাণবন্ত।’
গন্ডারগুলোকে গুয়াংঝুর একটি সাফারি পার্কে ছেড়ে দেয়া হবে বলে আশা করা হচ্ছে।
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে ২০১৬ সালে কে পি শর্মা ওলি যখন চীন সফরে গিয়েছিলেন, তখন তিনি চীনকে গন্ডার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
গত মাসে ওলির চীন সফরের কিছু পরেই এই উপহার দেয়া হলো। ওই সফরে ওলি তিব্বত ও কাঠমা-ুর মধ্যে রেললাইন স্থাপনসহ বেশ কিছু বিষয়ে চুক্তি করেন।
নেপালে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইউ হোংয়ের কাছে গ-ার হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ওলি বলেন, ‘আমি আশা করা এই বিনিময় আমাদের দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।’ এএফপি