মাতামুহুরিতে নিখোঁজ ৪ ছাত্রের মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পাঁচজনের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর আগে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন।
শনিবার সন্ধ্যার দিকে তাদেরকে উদ্ধার করা হয়। নিহতরা হলেন- প্রিন্সিপাল মোঃ. ফিকুল ইসলামের ছেলে ১০ম শ্রেণির ছাত্র সাইয়িদ জাওয়ান ওড়বই, কানু ভট্টাচার্যের ছেলে ১০ম শ্রেণির ছাত্র তূর্য ভট্টাচার্য এবং স্থানীয় চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোসেনের দুই ছেলে ১০ম শ্রেণির ছাত্র আমিনুল হোসেন ও ৮ম শ্রেণির ছাত্র মেহরাব হোসেন।
নিখোঁজ ছাত্রের নাম মো. ফারহান। সে ১০ম শ্রেণির ছাত্র। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসকর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ের অর্ধবার্ষিকী পরীক্ষা শেষে চকরিয়া গ্রামার স্কুলের শিক্ষার্থীরা আজ শনিবার দুপুরে দল বেধে মাতামুহুরি নদীর পারে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষে বিকেলে মাতামুহুরি নদীতে গোসল করতে নামে। এসময় ছয়জন নদীতে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক অভিযান চালিয়ে মারুফুল ইসলাম জামিল নামের ১৬ বছরের এক কিশোরকে উদ্ধার করে। পরে চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী চারজনের মরদেহ উদ্ধারের বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।