ঈদেরপর আন্দোলনে নামতে হবে : গয়েশ্বর চন্দ্র রায়
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ঘরে বসে না থেকে রাজপথে দৃশ্যমান হোন। খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ঈদেরপর আন্দোলনে নামতে হবে।
শনিবার (০২ জুন) সন্ধ্যায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পুকুরপাড় বাড়ির আঙিনায় খালেদার জিয়ার মুক্তির দাবিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে
গয়েশ্বর বলেন, চুপি চুপি ঘরের পেছনে চার-পাঁচজন দাঁড়িয়ে ছবি তুললেন তারপর ফেসবুকে আপলোড দিলেন, এই আন্দোলনে নেত্রীকে মুক্ত করা সম্ভব নয়। এজন্য সবাইকে সংগঠিত হতে হবে। আপনারা প্রস্তুতি নিন ঈদের পরই কঠিন আন্দোলন। সে আন্দোলনে আপনাদের ঝাঁপিয়ে পড়তে হবে।
ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ও জেলা-উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এ জাতীয় আরও খবর

স্বর্ণের দাম আগামী বছর বৃদ্ধি পাবে

দুর্নীতির অভিযোগে নওয়াজের ভাই শাহবাজকে আদালতে তলব

রিজভীর বক্তব্য, মায়ের চেয়ে মাসির দরদ বেশি: হাছান মাহমুদ

‘খালেদা জিয়ার মুক্তি না হলে শক্তিশালী আন্দোলন’

মাদকবিরোধী অভিযানে বিচার বিভাগীয় তদন্ত চায় নোমান
