সাবেক কাউন্সিলরসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ডেস্ক রিপোর্ট : গ্রেফতারকৃত সাবেক কাউন্সিলর আরিফ শেখ (৩৮) ও আলী আকবর আরিফ (৩৬)। ছবি – নয়া দিগন্ত।
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজলোয় ইয়াবাসহ সাবেক কাউন্সিলর আরিফ শেখ (৩৮) ও আলী আকবর আরিফ (৩৬) নামে দুই মাদক কারবারি গ্রেফতার করছেে পুলিশ।
আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজলোর পশ্চিমপাড় দিগন্ত বাস কাউন্টারের সামনে থেকে ৮ পিছ ইয়াবাসহ আরিফ শেখ ও টুপুরিয়া ব্রিজের উপর থেকে ৩ পিছ ইয়াবাসহ আলী আকবর আরিফকে আটক করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, গ্রেফতার আরিফ শেখ কোটালীপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর। সে পশ্চিমপাড় গ্রামের আবু তালেব মিয়ার ছেলে ও আলী আকবর আরিফ টুপুরয়িা গ্রামের মৃত আব্দুল মাজেদ শেখের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরও খবর

কক্সবাজারে বেকার হওয়ার আশঙ্কায় ৬ হাজার জেলে!

শিক্ষক রাজীব মীরকে বাঁচাতে প্রয়োজন মাত্র ১০ টাকা!

‘১০ বছরে জিনিসপত্রের দাম বাড়েনি, এবারও বাড়বে না’

শতভাগ ঈদ বোনাস দাবি বেসরকারি শিক্ষকদের

বাঁচানো গেলো না মিমকে
