ঢাকার দৈনন্দিন দুর্ভোগ, টিকে থাকতে নিম্নমধ্যবিত্ত মানুষের কৌশল!
বাংলাদেশের রাজধানী ঢাকায় যেন ভোগান্তির অন্ত নেই। এই শহরের বাসিন্দাদের রোজ কত দুর্ভোগ পোহাতে হয়, প্রতিদিনই তার নানান চিত্র ফুটে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কয়েকদিন আগে ঢাকা ৩ ঘণ্টায় ৮১ মিটার বৃষ্টি হয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো তাতে ঢাকাকে মহা সমুদ্র বলে আখ্যা দিয়েছেন অনেকেই।
এদিকে মানুষ কিভাবে এর মধ্যেও টিকে থাকছে বা এখানে টিকে থাকতে বিষেশত নিম্নমধ্যবিত্ত মানুষের কৌশল বা কিভাবে তারা সংগ্রাম করে সেসব নিয়ে বিবিসি বাংলা কথা বলেছেন একজন গাড়ি চালকের সাথে। তার নাম মোহাম্মদ টিপু হোসেন। তিনি দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাতে গাড়ি চালিয়ে আসছেন।
বিবিসি বাংলা ও গাড়ি চালক টিপু হোসেনের কথোপকথনের সংক্ষিপ্ত বর্ণনা আমাদের সময় ডট কমে তুলে ধরা হলো।
আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে
ঢাকাতে বৃষ্টি হলেই রাস্তাতে প্রচুর পানি জমে পাশাপাশি সারাবছর জুড়েই রাস্তায় খোঁড়াখুঁড়ি চলতেই থাকে এ বিষয়ে গাড়ি চালক হিসেব নিত্যদিনের অভিজ্ঞতা জানতে চাওয়া হলে টিপু হোসেন বলেন, ‘আমি একজন গাড়ি চালক হিসাবে বলতে চাই আমি ঢাকার যে এলাকাতে থাকি সেটি খুব নিচু এলাকা। বৃষ্টি হলে সেখানে প্রচুর পানি জমে যায়। যারফলে আধা ঘণ্টার রাস্তা আড়াই ঘণ্টা থেকে তিন ঘণ্টা ধরে ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হয়। এই ঘুরে যাওয়ার কারণে আমার সময় অনেক অপচয় হয়। পাশাপাশি গাড়ির জ্বালানির খরচটা বেড়ে যায়। অন্যদিকে রাস্তা খোঁড়াখুঁড়ির ফলে বৃষ্টি হলে পুরো রাস্তায় পানি উঠে যায়। যারফলে আবর্জনা ভেসে এসে দুর্গন্ধ সৃষ্টি হয়। এতে করে আমার দৈনন্দিন চলাচলে খুব অসুবিধা হয়।’
রাস্তার বিষয়ের বাইরেও ঢাকার নানান এলাকার বাসাবাড়িতে দেখা যায় পানি ও গ্যাস থাকে না। যার ফলে মানুষের দুর্ভোগটা আরও বেড়ে যায়। এই দুর্ভোগ কিভাবে মেকাবিলা করেন টিপু হোসেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমাদের এলাকাতে বিষেশ করে দুপুরের পর থেকে একেবারে গ্যাস থাকে না। এই সমস্যাগুলো আগে ছিলো না কিন্তু এখন রমজান মাস থেকেই বেশি সমস্যা দেখা দিচ্ছে । আর যদি একেবারেই গ্যাস না থাকে তাহলে আমরা কেরোসিন তেল বা লাকড়ি দিয়ে চুলায় রান্না করতে হয়। এভাবে কষ্ট করেই আমাদের চলতে হয়।’
বিদ্যমান সমস্যার কারণে টিপু হোসেনের এই শহরে টিকে থাকা বড্ড মুশকিল হয়ে গিয়েছে কিনা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিদিন রাস্তাঘাট থেকে শুরু করে বাসাতেও পানি ও গ্যাস সমস্যায় মনে হয় টিকে থাকা আসলেই অনেক মুশকিল।’