পশ্চিম তীরে নতুন ২০৭০ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক : দখলীকৃত পশ্চিম তীরে নতুন করে দুই হাজারের বেশি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার। ইসরাইলি সংগঠন ‘পিস নাউ’ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে মোট ১৪ হাজার ৫৪৫টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল। ট্রাম্পের শপথ গ্রহণের সময় পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা ছিল ৪ হাজার ৪৭৬ ইউনিট। এ খবর দিয়েছে আল জাজিরা।
ইসরাইলি সংগঠন ‘পিস নাউ’কে উদ্ধৃত করে খবরে বলা হয়, এটা অনেকেই জানে যে একটা দ্বি-রাষ্ট্রীয় সমাধান সম্ভব হওয়ার জন্য ইসরাইলকে পশ্চিম তীরের বেশিরভাগ জায়গা থেকে সরে আসতে হবে। কিন্তু সরকার এই পুন-স্থাপনের রাজনৈতিক মূল্য অনবরত বাড়িয়েই চলেছে।
আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে
আন্তর্জাতিক আইনের অধীনে, দখলীকৃত অঞ্চলে বসতি স্থাপন অবৈধ। এই মাসের শুরুতে ফিলিস্তিন সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে, ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য নির্ধারিত ভূখণ্ডে বসতি নির্মাণের জন্য ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, ইসরাইলের নতুন বসতি স্থাপনের প্রতিক্রিয়ায় দেয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, নতুন বসতি স্থাপনের বিষয়ে প্রেসিডেন্ট তার অবস্থান আগেই স্পষ্ট করেছেন। আমরা সকল পক্ষকে শান্তির দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করি। কিন্তু ইসরাইলি সরকার বসতি স্থাপন করা অব্যাহত রেখেছে। এতে প্রমাণ হয় যে, তারা এমন একটি নীতিমালা মেনে চলছে যেটাতে প্রেসিডেন্টের উদ্বেগ বিবেচনা করেই এগুচ্ছে।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এটাকে স্বাগতম জানায়। প্রেসিডেন্ট পূর্বে বারবার যেমনটা বলেছেন যে, এই প্রশাসন ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে একটি কার্যকরী শান্তি প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ।