সোমবার, ৪ঠা জুন, ২০১৮ ইং ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

সৌম্য-লিটন ফিরে গেছেন শুরুতেই

স্পোর্টস ডেস্ক : বৃষ্টিবাধায় দেরাদুনে প্রস্তুতি ম্যাচটা শুরু হয়েছে দেরিতে । ছবি: প্রথম আলো
বৃষ্টিবাধায় দেরাদুনে প্রস্তুতি ম্যাচটা শুরু হয়েছে দেরিতে । ছবি: প্রথম আলো

দেরাদুনে আজ প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। কিন্তু বৃষ্টির বাধায় ম্যাচটি শুরু হয়েছে দেড় ঘণ্টা পর।

ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় রাত ৮টায়। বৃষ্টিবাধায় সেটি শুরু হতে দেড় ঘণ্টা দেরি। রাত সাড়ে ৯টায় শুরু হওয়া ম্যাচে কোনো ওভার কাটা যায়নি। টস জিতে এখন ব্যাটিং করছে বাংলাদেশ। শুরুটা যদিও ভালো হয়নি, দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস ফিরে গেছেন দ্রুতই।

আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অবশ্য আফগানিস্তানের জাতীয় দলের ক্যাম্পে থাকা খেলোয়াড়েরাই খেলছেন। রাতে প্রস্তুতি ম্যাচ থাকলেও বাংলাদেশ আজ অনুশীলন করেছে বিকেলেও। অনুশীলন শেষ করার পরই শুরু হয় ঝড়, এরপর বৃষ্টি। প্রায় দেড় ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচে অবশেষে ঝালিয়ে নেওয়ার সুযোগ হচ্ছে।

দেরাদুন থেকে প্রথম আলোর প্রতিনিধি জানিয়েছেন, বিকেল সাড়ে ৪ টায়ও তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। যেভাবে বৃষ্টি হচ্ছিল, অনেকে ধরে নিয়েছিল দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম প্রস্তুতি ম্যাচটা ভেসেই যাবে। এমনকি দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও জানিয়েছিলেন, ‘এ অবস্থায় খেলা হওয়ার সম্ভাবনা খুবই কম। খেলা না হলে আমাদের জন্য একটু সমস্যাই হবে। ম্যাচ প্র্যাকটিসটা দরকার ছিল।’

সেই অনুশীলনটা তাহলে হচ্ছে!

Print Friendly, PDF & Email