সোমবার, ৪ঠা জুন, ২০১৮ ইং ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ডেনমার্কে নেকাব পরলে ১৩ হাজার টাকা জরিমানা!

আন্তর্জাতিক ডেস্ক : ডেনমার্কে জনসমক্ষে আর মুখ ঢেকে চলা বা নেকাব ব্যবহার করা যাবে না। বৃহস্পতিবার দেশটির সংসদে নেকাব নিষিদ্ধ করে এ সংক্রান্ত আইন পাস হয়েছে। নেকাব ইসলামিক পোশাক হলেও ডেনমার্কের সরকারের ভাষ্য, কোনো ধর্মকে উদ্দেশ করে এ আইন তৈরি হয়নি৷ খবর: ডয়েচে ভেলে।

পাস হওয়া আইন অনুযায়ী, কেউ এই আইন প্রথমবার ভাঙলে তাকে ১ হাজার ক্রোনার বা ১৩৪ ইউরো (প্রায় ১৩ হাজার টাকা) জরিমানা করা হবে। এরপর আইন ভঙ্গ করলে ১০ হাজার ক্রোনার পর্যন্ত জরিমানা এবং ছয় মাস কারাদণ্ডের বিধান রাখা হয়েছে৷

ডেনমার্কের সংসদে নেকাবের বিপক্ষে ভোট পড়ে ৭৫টি। আর ৩০টি ভোট পড়ে নেকাবের পক্ষে৷ তবে পাস হওয়া আইন অনুযায়ী, নেকাবের পাশাপাশি মুখ, ঘাড় ও মাথা ঢেকে রাখার টুপি ‘ব্লালাকাভা’, স্কি মাস্ক, মুখের মাস্ক এভং নকল দাড়ি পরাও নিষিদ্ধ করা হয়েছে৷

আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে

তবে শরীর সুরক্ষার পোশাক এই আইনে নিষিদ্ধের তালিকায় নেই৷ যেমন বায়ুদূষণ বা অন্যান্য কিছু থেকে সুরক্ষাকারী মাস্ক, শীতকালীন মুখ ঢাকা বা মাথা ঢাকার পোশাক, মোটরসাইকেলের হেলমেট এবং বিভিন্ন উৎসব বা হ্যালোইনে ব্যবহার করা মাস্ক৷

এর আগে ২০১১ সালে ফ্রান্স প্রথম দেশ হিসেবে নেকাব নিষিদ্ধ করে৷ এরপর বেলজিয়াম, বুলগেরিয়া এবং সুইজারল্যান্ডে তা নিষিদ্ধ করা হয়৷ এছাড়া নেদারল্যান্ডসে সরকারি দফতরগুলোতেও নেকাব নিষিদ্ধ করা হয়েছে৷

সর্বশেষ গত এপ্রিলে জার্মানিতে সীমিত আকারে নেকাবের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। দেশটির সরকারি কর্মকর্তা এবং সেনা কর্মকর্তাদের জন্য নেকাব ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে৷

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

স্বর্ণের দাম আগামী বছর বৃদ্ধি পাবে

গর্ভপাত! ব্রাজিলে হোয়াটসঅ্যাপ গ্রুপই এখন নারীদের একমাত্র ভরসা

সেপ্টেম্বরে রাশিয়া সফরে যাবেন কিম!

দুর্নীতির অভিযোগে নওয়াজের ভাই শাহবাজকে আদালতে তলব

বার্লিনে ছুরিধারীকে গুলি

প্রয়োজনে জাকির নায়েককে গ্রেপ্তার করবে মালয়েশিয়া