সোমবার, ৪ঠা জুন, ২০১৮ ইং ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

সিলেটে দলমত ভুলে এক মঞ্চে সকল নেতা

নিজস্ব প্রতিবেদক : ‘আহলে হাদিসের’ তৎপরতা ও ইসলাম ধর্ম নিয়ে বিভ্রান্তি বন্ধের দাবিতে সিলেটে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দল-মতের উর্ধ্বে ওঠে সভামঞ্চে বক্তব্য রেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দাবি জানিয়েছেন ‘আহলে হাদিস’ অনুসারী ‘লা মাযহাবীদের’ তৎপরতা বন্ধের।

উলামা পরিষদ বাংলাদেশের ব্যানারে শুক্রবার বেলা ২টায় নগরীর কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে

পরিষদের সভাপতি ও হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম যাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা খন্দকার আবদুল মুক্তাদির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘে নিযুক্ত সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক প্রমুখ।

আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও জাতীয় পার্টি, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, আহলে হাদিস নামধারী ‘লা মাযহাবীরা’ ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। অবিলম্বে সিলেট নগরীতে আহলে হাদিসের তৎপরতা বন্ধ করতে তারা প্রশাসনের প্রতি দাবি জানান।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

কক্সবাজারে বেকার হওয়ার আশঙ্কায় ৬ হাজার জেলে!

শিক্ষক রাজীব মীরকে বাঁচাতে প্রয়োজন মাত্র ১০ টাকা!

‘১০ বছরে জিনিসপত্রের দাম বাড়েনি, এবারও বাড়বে না’

শতভাগ ঈদ বোনাস দাবি বেসরকারি শিক্ষকদের

বাঁচানো গেলো না মিমকে

বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিসের টিকিট বিক্রি শুরু ৫ জুন