পল্লবীতে জিহাদী বইসহ একজন গ্রেফতার
রাজধানীর পল্লবী থেকে জিহাদী বইসহ মাহদী হাসান ওরফে মেহেদী ওরফে বাবু (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে
বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি জঙ্গি সংগঠনের সমর্থক, সহায়তাকারী ও অর্থদাতা বলে জানায় ডিবি।
ডিএমপির মিডিয়া সেন্টারের ডিসি মাসুদুর রহমান জানান, গোপন সংবাদে পল্লবীতে বিশেষ অভিযান চালিয়ে মাহদী হাসানকে গ্রেফতার করে ডিবি’র দক্ষিণ বিভাগের রমনা জোনাল টিম। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার ইসলামের সমর্থক। তার কাছ থেকে ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন বিই, ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় জিহাদী গোপন বৈঠকে অংশ নিতেন। এছাড়া তিনি নিজে জিহাদী গোপন বৈঠকের আয়োজন করে বিভ্রান্তিমূলক বক্তব্য দিতেন। তিনি আনসার আল ইসলামের অর্থায়ন ও সহায়তা করে আসছিলেন। এ ঘটনায় পল্লবী থানায় মামলা করা হয়েছে।
এ জাতীয় আরও খবর

কক্সবাজারে বেকার হওয়ার আশঙ্কায় ৬ হাজার জেলে!

শিক্ষক রাজীব মীরকে বাঁচাতে প্রয়োজন মাত্র ১০ টাকা!

‘১০ বছরে জিনিসপত্রের দাম বাড়েনি, এবারও বাড়বে না’

শতভাগ ঈদ বোনাস দাবি বেসরকারি শিক্ষকদের

বাঁচানো গেলো না মিমকে
