৪৩ মিলিয়ন ডলারে জ্যাকি কেনেডি ওনাসিসের শৈশবের বাড়ি কিনছে সৌদি সরকার
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জ্যাকুলিন কেনেডি ওনাসিসের স্ত্রী জ্যাকি কেনেডি ওনাসিসের শৈশবের বাড়ি কিনছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া এস্টেটের মেরিউডের এ বাড়িটি কিনতে সৌদি সরকার ব্যয় করবে ৪৩ মিলিয়ন ডলার। ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে। বাড়িটি সৌদি সরকার কিনছে স্টিভ কেজের কাছ থেকে যিনি এওএল’এর প্রতিষ্ঠাতা। সৌদি দূতাবাস এ বাড়িটি ক্রয়ের সঙ্গে যুক্ত থাকলেও এটি কি কাজে ব্যবহার করা হবে সে সম্পর্কে কিছুই জানায়নি সৌদি সরকার। তবে ধারণা করা হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসার জন্যে বাড়িটি কিনে নেয়া হচ্ছে।
আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে
বাড়িটি নির্মাণ করা হয়েছিল ১৯১৯ সালে। সাত একর জায়গায় জ্যাকুলিন যে বাড়িতে বেড়ে ওঠেন সেটি নির্মিত হয় ১৯৪০ সালে। বাড়িতে রয়েছে সুইপিংপুল, টেনিস কোর্ট, প্যাভিলিয়ন সহ ইনডোর ল্যাপ পুল, কিচেন, জিম ও চেঞ্জিং রুম।