সিঙ্গাপুরের সাথে যৌথ নৌ-মহড়ায় যোগ দেবে ভারত: মোদী
সিঙ্গাপুরের সাথে যৌথ নৌ-মহড়া চালানোর কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সিঙ্গাপুর সফররত মোদী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিন লুংয়ের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে একথা বলেন।
আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে
বিবৃতিতে মোদী বলেন, ভারত-সিঙ্গাপুর সম্পর্ক সবসময়ই মধুর। দু’দেশের মধ্যে তাই অর্থনৈতিক সহযোগিতা আরও অনেকবেশি বাড়ানো উচিৎ। তিনি বলেন, সুসম্পর্কের ধারাবাহিকতায় ভারত খুব শীঘ্রই সিঙ্গাপুরের সাথে মিলে নৌ-মহড়ায় যোগ দেবে।
অন্যদিকে লুং বলেন, সিঙ্গাপুর ও ভারতের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক বেশ কয়েকটি চুক্তি সই হয়েছে। তিনি বলেন, ভারত বরাবরই সিঙ্গাপুরের পাশে বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখিয়েছে। আমরা তাই দেশটির প্রধানমন্ত্রীকে আতিথ্য দিতে পেরে খুবই আনন্দিত। ইয়ন নিউজ