ইরানের এভিন কারাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র
ইরানের ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবারে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে ইরানের ‘এভিন কারাগার’ ও আধা-সামরিক বাহিনী আনসার-ই হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানে ভিন্ন মত দমন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করেছে। বৃহস্পতিবার দিনের শুরুতে মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। এ খবর দিয়েছে আল আরাবিয়া।
আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে
খবরে বলা হয়, ইরানের বহুল আলোচিত ‘এভিন কারাগার’ ও আধা-সামরিক বাহিনী আনসার-ই হিজবুল্লাহর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির দাবি, এভিন কারাগারে বন্দী ভিন্নমতাবলম্বী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারের সমালোচকদের মানবাধিকারের তীব্র লঙ্ঘন করা হয়। এতে সহায়তা করে আনসার-ই হিজবুল্লাহ। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রী স্টিভেন মনুচিন বলেন, সম্প্রতি ইরানে বিক্ষোভ দমনে চালানো কঠোর অভিযানে দু’টি প্রতিষ্ঠান, ছয় ব্যক্তি ও একটি যোগাযোগ প্রযুক্তি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখান করেছে ইরান। প্রেস টিভির খবরে বলা হয়েছে, এসব অভিযোগ ‘অসত্য’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
উল্লেখ্য, এভিন কারাগার ইরানের রাজধানী তেহরানের উত্তর অংশে অবস্থিত। এখানে ভিন্ন মতাবলম্বী রাজনীতিবিদ ও সরকার উৎখাত ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বন্দীদের রাখা হয়।