মধ্য-জুলাই পর্যন্ত দ.সুদানের অবরোধ বাড়ালো জাতিসংঘ
ক্ষিণ সুদানের ওপর আরোপিত অবরোধের মেয়াদ বাড়িয়ে মধ্য-জুলাই পর্যন্ত করার পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ। এছাড়া, দক্ষিণ সুদানের ছয় নেতার ভ্রমণ ও আর্থিক লেনদেনের ওপর নতুন করে দেওয়া নিষেধাজ্ঞাও বলবৎ রাখা হবে যদি না দেশটি ৩০জুনের মধ্যে তাদের যুদ্ধ বন্ধে কার্যকর কোনও পদক্ষেপ নিতে পারে। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ সিদ্ধান্ত জানায়।
আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে
প্রস্তাবটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ৯-০ভোটে অনুমোদন পায়। এটি মূলত যুক্তরাষ্ট্রের প্রস্তাবের একটি ধারাবাহিক সংস্করণ। জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বুধবার ওয়াশিংটন পোস্টে লেখেন, তারা দক্ষিণ সুদানের পরিস্থিতি নিয়ে যারপরনাই হতাশ।
ভোটের আগে হ্যালি বলেন, আমরা এখন আন্তর্জাতিক মহলের সম্পূর্ণ পদক্ষেপ আশা করছি যেন দেশটির ওপর আরোপিত অবরোধ অর্থবহ করা যায়। রয়টার্স