সৌদির কাছে পরমাণু তথ্য বিক্রি করছে ইসরায়েল: অ্যামি দোর অন
সৌদি আরবের কাছে পরমাণু তথ্য বিক্রি করছে ইসরায়েল। এ পদক্ষেপের ফলে সৌদি আরব পরমাণু অস্ত্র বানাতে সক্ষম হবে। ইসরায়েলের একজন শীর্ষ পর্যায়ের পরমাণু বিশ্লেষক অ্যামি দোর অন এ তথ্য ফাঁস করেছেন।
অ্যামি দোর অন নামের ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ পরমাণু বিশ্লেষক জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এ সহযোগিতা সম্ভব হয়েছে। তিনি জানান, এ পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা শুরু হতে পারে।
আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে
ইসরায়েলি বিশ্লেষকের মতে, শেষ পর্যন্ত সৌদি আরব পরমাণু অস্ত্র তৈরির দিকে ঝুঁকতে পারে তা জানা সত্ত্বেও ইসরায়েল রিয়াদকে পরমাণু তথ্য দেবে এই কারণে যে, যাতে সৌদি আরব পাকিস্তানের মতো দেশের কাছে না যায়।
ইসরায়েল সৌদি বেড়ে চলা সম্পর্কের কথা উল্লেখ করে অ্যামি দোর বলেন, ‘সৌদি আরব যাতে সম্পূর্ণভাবে পাকিস্তানের ওপর নির্ভরশীল না হয়ে পড়ে এজন্য ইসরায়েল রিয়াদকে পরমাণু অস্ত্র বানাতে সাহায্য করতে চায়।’ সূত্র: পার্সটুডে