সমুদ্র সৈকতে পাথরের ওপর অজ্ঞাতনামা তরুণীর মরদেহ
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার সমুদ্র সৈকত এলাকা থেকে অজ্ঞাতনামা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পতেঙ্গা ১৮ নম্বর ব্রিজের উত্তরপাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া জানিয়েছেন, বুধবার সকালে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার ১৮ নম্বর ব্রিজের উত্তরপাশে পাথরের ওপর এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ আনুমানিক ২০ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, তরুণীর মুখে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় জানার জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে।
এ জাতীয় আরও খবর

রায়পুরায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে ও গুলি করে হত্যা
