মঙ্গলবার, ৮ই মে, ২০১৮ ইং ২৫শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

নানিয়ারচরে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৪

রাঙ্গামাটি প্রতিনিধি : গুলিতে নিহত রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে চারজন নিহত হয়েছে।

শুক্রবার (০৪ মে) দুপুরে উপজেলার বেতছড়িতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাহাড়ের সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা বর্মার নাম জানা গেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন টিটু বলেন, গুলিতে নিহত দুইজনকে খাগড়াছড়ি হাসপাতালে আনা হয়েছে। আর আহত চারজন খাগড়াছড়ি ও আরও চারজনকে উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

আর বাকি দুইজন নিহতের বিষয়টি স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার (০৩ মে) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ-জেএসএস সংস্কার) কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়। এসময় গুলিবিদ্ধ হন তার সঙ্গে থাকা একই সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রূপম চাকমাও। বাংলানিউজ

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বেনজির ভূট্টোর হত্যামামলায় পাঁচ তালেবানের জামিন মঞ্জুর

আবারো শুল্ক ছাড়াই ট্রান্সশিপমেন্ট সুবিধা নিচ্ছে ভারত

খালেদা জিয়ার জামিন শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

নেত্রকোনায় হত্যা মামালায় ৪ জনের মৃত্যুদণ্ড

ব্রাহ্মনবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ১১৬০০পিস ইয়াবা উদ্ধার, আটক ২

কোটা সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে বুধবার সারাদেশে মানববন্ধন