এসিডে পুড়লে করণীয়
চোখে এসিড লাগলে অন্ধ হওয়ার আশঙ্কা থাকে।
এ ধরনের ঘটনা ঘটলে কী করণীয় :
- যত দ্রুত সম্ভব রোগীর মুখ, চেহারা কমপক্ষে পাঁচ মিনিট ভালো করে পানি দিয়ে ধুতে হবে।
- রোগী শুয়ে থাকলে তার মাথা এক পাশে কাত করে দিয়ে আক্রান্ত চোখের পাতা দুই আঙ্গুলে খুলে চোখের ভিতরের দিক থেকে বাইরের দিকে পানি ঢালতে থাকুন। খেয়াল রাখতে হবে এসিড ধৌয়া পানি যেন গড়িয়ে অন্য চোখে না যায় বা এক চোখের এসিড যেন অন্য চোখে না যায়।
- দুই চোখই এসিড আক্রান্ত হলে অপর চোখটিকে একই পদ্ধতিতে ধুতে হবে।
- সম্ভব হলে দ্রুত সোডা দ্রবণ তৈরি করে ফেলুন এবং পানি দিয়ে চোখ ধোয়ার পর সোডা দ্রবণ ঢালুন। (সোয়া লিটার পানিতে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে সোডা দ্রবণ তৈরি করা হয়)।
- রোগী যাতে চোখ না কচলায় সেদিকে খেয়াল রাখুন।
- এরপর রোগীকে দ্রুত হাসপাতালে ( বিশেষ করে চক্ষু বিশেষজ্ঞের কাছে পাঠান)।
লেখক : সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ