ভয়ংকর হয়ে উঠেছে বাঞ্ছারামপুরে বিষধর সাপ : সাপ উদ্ধার ৬০টি
,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বর্ষার আগমনী বার্তার ধারবাহিকতায় অতিবৃষ্টি ও বর্জ্রপাতের কারনে ব্রাহ্মনবাড়িয়ার হাওর এলাকা বাঞ্ছারামপুর উপজেলায় বিভিন্ন প্রজাতির বিষধর সাপ হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে কেবল একদিনে (আজ মঙ্গলবার) সদর উপজেলার দূর্গারামপুর গ্রামের মো.বেলাল মিয়ার স্ত্রী মালেকা বেগম (৫০) গাভীর জন্য সকালে বাড়ির পাশে ঘাস কাটতে গেলে ঐখানেই পদ্ম গোখড়ার দংশনের কবলে পড়েন। এরপর,বাঞ্ছারামপুর সদর সরকারি হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোঘনা করেন।
এ ছাড়া-উপজেলার শিবপুর গ্রামে মো.মোক্তার মিয়ার বাড়িতে সাপের বংশ বৃদ্ধি বেড়ে যাওয়ায় গৃহমালিক আজ দুপুরে মাটি খুড়ে জীবিত ৬০টি গোখড়া সাপের বাচ্চার সন্ধান পান।পরে,এলাকাবাসী প্রায় ১ মাস বয়সী সবগুলো বিষধর সাপ পিটিয়ে মেরে ফেলে।এসব ঘটনায় এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছে।
এই বিষয়ে বাঞ্ছারামপুরের অভিজ্ঞ সাপুড়ে সর্দার মাখন মিয়া বলেন দেশে হঠাৎ বর্জ্রপাত বেড়ে যাওয়ায় সাপ তার নিজের ঘরে শব্দের কারনে থাকতে না পেরে গর্ত হতে বের হয়ে জনসম্মুখে এসে পড়ায় এমন ভীতির সৃষ্টি হয়ে হয়েছে।এ ছাড়া বর্ষাকালে বা অতিবৃষ্টি হলে সাপ কখনোই গর্তের ভেতর থাকে না।তাই মানুষকে রাতে সাবধানে চলাফেরা করতে হবে’।