কাবুলে জোড়া বোমা বিস্ফোরণে ৯ সাংবাদিক সহ নিহত অন্তত ২৯
আফগান রাজধানী কাবুলে গোয়েন্দা সদর দফতরে জোড়া বিস্ফোরণে ৯ সাংবাদিকসহ নিহত হয়েছে কমপক্ষে ২৯। বোমা হামলায় আরও ৩০জন আহত হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘এজেন্স ফ্রান্স-প্রেস’ (এএফপি)’র এর একজন ফটো সাংবাদিক শাহ মারাইও নিহতদেরে মাঝে রয়েছেন।
গতকাল সোমবার ভোরে চালানো প্রথম হামলাটি ঘটে কাবুলের শাশদারাক এলাকায় গোয়েন্দা সংস্থা ‘প্রিমিয়ার ইন্টেলিজেন্স এজেন্সি’ (পিএনএ) এর অফিসের সামনে। পরের হামলাটি ১৫ মিনিট পর ওই একই এলাকায় চালানো হয়। প্রথম হামলার পর বেশ ক’জন সাংবাদিকসহ অনেক মানুষ সেখানো জড়ো হয়েছিল ঠিক তখনই দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। ইসলামি স্টেট বা আইএএস এই জোড়া হামলার চালানোর দাবি করেছে। ইয়ন নিউজ, রয়টার্স, জিও নিউজ, ফোকাস নিউজ