শুক্রবার, ৪ঠা মে, ২০১৮ ইং ২১শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

টেস্ট র‌্যাংকিংয়ে আট নম্বরে বাংলাদেশ

সীমিত ওভারের ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই দারুণ সব সাফল্য পেয়ে আসছে বাংলাদেশ। সে হিসেবে টেস্টে কিছুটা পিছিয়েই ছিল। র‍্যাংকিংয়ে নবম স্থানে ছিল। আশার কথা এবার টেস্ট র‍্যাংকিংয়েও বাংলাদেশের দারুণ উন্নতি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের মতো পরাশক্তি দলকে টপকে বাংলাদেশ এখন অষ্টম স্থানে।

আজ মঙ্গলবার আইসিসি নতুন র‍্যাংকিং প্রকাশ করে। সেখানে বাংলাদেশ ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে আসে। ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে যায় ক্যারিবীয়রা।

অবশ্য গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের সামনে ছিল টেস্ট ইতিহাসে নিজেদের সেরা অবস্থানে যাওয়ার। অবশ্য সে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে মুশফিক বাহিনী র‍্যাংকিংয়ের নবম স্থানে রয়ে গিয়েছিল।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দুই দলেরই রেটিং পয়েন্ট  সমান ছিল, ৭২।

Print Friendly, PDF & Email