শুক্রবার, ৪ঠা মে, ২০১৮ ইং ২১শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি চালিয়ে যাবে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পরমাণু ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে ইরানের পরমাণু অস্ত্র বিষয়ক চুক্তি বাতিলের হুমকি দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন ওই চুক্তি সমর্থন করে যাবে।

এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও জার্মানির চ্যন্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে ফোনে এই বিষয়ে আলাপ করেছেন। তারা মনে করেন, তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে এটিই সবচেয়ে ভালো উপায়। চুক্তিটিকে আরও বিস্তৃত করে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি কর্মসূচি, চুক্তি শেষে কী হবে ইত্যাদি বিষয়কে এর আওতায় আনা যেতে পারে।

এ ব্যাপারে থেরেসা মে’র কার্যালয় থেকে দেয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান বিভিন্ন ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, সেগুলো নিয়ে তারা সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

Print Friendly, PDF & Email