কোটা সংস্কারের আন্দোলনকে ভিন্নখাতে নিতে চায় সরকার : সুপ্রিম কোর্ট বার
নিজস্ব প্রতিবেদক : আলোচনার নামে সময়ক্ষেপন করে সরকার কোটা সংস্কারের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায় বলে অভিযোগ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বার সভাপতি জয়নুল আবেদীন বলেন, সরকারের উচিত শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেয়া।
এছাড়া আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার ঘটনা তদন্তে একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে সমিতি।
সমিতি ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বার সম্পাদক এম মাহবুবউদ্দিন খোকনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।