ব্রাহ্মনবাড়িয়ায় নিরাপদ খাদ্যের নিশ্চয়তা চাই শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মনবাড়িয়া : “খাদ্য অধিকার আইন চাই, সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চিয়তা চাই” শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে খাদ্য অধিকার ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মনবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে খাদ্য অধিকার বাংলাদেশ ব্রাহ্মনবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলা কমিটির সভাপতি একেএম বাবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু।
বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সাধারন সম্পাদক এস এম শফিকুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড নজরুল ইসলাম, প্রবীর কুমার দেব প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরও খবর
