রবিবার, ১লা এপ্রিল, ২০১৮ ইং ১৮ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

কালবৈশাখি ঝড়ে রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

নিজস্ব প্রতিবেদক : বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ চলে যাওয়ায় রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ‘ক্যাশ কর্মকর্তা’ পদে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। শুক্রবার বিকালে ঢাকা মহানগর মহিলা কলেজ কেন্দ্রে ৩২৮টি পদের জন্য এ পরীক্ষায় বসেছিলেন প্রায় চার হাজার চাকরিপ্রত্যাশী।

ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির সদস্য সচিব বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক মোশাররফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, ‘বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের লিখিত পরীক্ষা ছিল। বিদ্যুৎ না থাকায় পরীক্ষা কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীরা একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখতে পারছিলেন না। তাই পরীক্ষাটি বাতিল করা হয়েছে।’

শুক্রবার বিকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টি হয়। এ সময় কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়। সাড়ে ৫টার পর আকাশ ধীরে ধীরে মেঘমুক্ত হতে থাকে।

এ পরীক্ষা কবে নেওয়া হবে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা বলেন, ‘আগামী মাসের মাঝামাঝি এ পরীক্ষা নেওয়া হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তখন নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।’

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

এ মাসেই বৈঠক হতে পারে হাসিনা-মোদির

আজ থেকে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

সেবার মান বাড়াতে রেলওয়ের বিশাল পরিকল্পনা

এইচএসসি’র কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

যেকোন প্রান্তে আঘাত হানতে নতুন ক্ষেপনাস্ত্রের পরীক্ষা রাশিয়ার

রোববার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী