র্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন কর্ণেল বাজার হতে ৪,৮২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যরা। আটককৃত ব্যক্তি উপজেলার সিমনগর এলাকার মৃত: চাঁন মিয়ার ছেলে মো:ইলু মিয়া (৫০)।
র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিওিতে উপজেলার তুলাইশিমুল বাজার হতে মাদকের একটা বড় চালান নিয়ে ঢাকা যাচ্ছে জানতে পারে ভৈরব র্যাব ক্যাম্পের সদস্যরা। পরে কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ও স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে শুক্রবার ভোররাতে কর্ণেল বাজারের তুলাইশিমুল গ্রামের টেলিকম এন্ড ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে অভিযান পরিচালনা করে ইলুকে আটক করে। পরে তাঁর দেহে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৮২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১৯,২৮,০০০ টাকা।
র্যাব-১৪ কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।