পাকিস্তান সফরে যাচ্ছে না গেইল-হোল্ডার
স্পোর্টস ডেস্ক : তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের পাকিস্তানে সফরের কথা রয়েছে। কিন্তু সংক্ষিপ্ত এ সফরের জন্য স্কোয়াডে নেই সিনিয়র অনেক খেলোয়াড়ই। পাকিস্তানে না যাওয়ার দলে আছেন অধিনায়ক জেসন হোল্ডার ও ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটার। নিরাপত্তার জন্যই তারা পাকিস্তান যেতে রাজি হননি। আগামী ১ এপ্রিল থেকে ৩ এপ্রিল পর্যন্ত পাকিস্তান সফর করবে দলটি।
গেইল-হোল্ডার ছাড়াও দলে নেই দেবেন্দ্র বিশু, শাই হোপ, কার্লোস ব্রেথওয়েট,অ্যাশলি নার্সের মতো নিয়মিত খেলোয়াড়রা। অভিজ্ঞদের মধ্যে আছেন শুধু মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন ও স্যামুয়েল বদ্রি। আর অনভিজ্ঞ এ দলটিকে নেতৃত্ব দেবেন জেসন মোহাম্মদ। স্কোয়াডে এসেছে দুই নতুন মুখ আন্দ্রে ম্যাককার্থি ও ওডিয়েন স্মিথ।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তান তাদের প্রায় সব হোম সিরিজই খেলেছে আরব আমিরাতে। ২০১৫ সাল থেকে প্রেক্ষাপট পরিবর্তনের শুরু। জিম্বাবুয়ে, বিশ্ব একাদশ ও গত বছরের অক্টোবরে সবশেষ সীমিত ওভারের একটি ম্যাচ খেলতে পাকিস্তানে পা রাখে শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন মোহাম্মদ (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, চাদউইক ওয়াল্টন, মারলন স্যামুয়েলস, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে ম্যাককার্থি, রায়াদ এমরিত, স্যামুয়েল বদ্রি, কিমো পল, ভিরাস্যামি পারমল, ওডিন স্মিথ, কেসরিক উইলিয়ামস।