বুধবার, ১৪ই মার্চ, ২০১৮ ইং ৩০শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘নৌ ডাকাত’ নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই নৌ ডাকাত নিহত হয়েছে।

র‌্যাব বলছে, নিহতরা হলেন নৌ-ডাকাতের দল জিল্লুর বাহিনীর নেতা জিল্লুর এবং তার এক সহযোগী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

সোমবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিনের ভাষ্য।

এএসপি আলেপ বলেন, আলীরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে জিল্লুর বাহিনী একটি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে ‘নৌ-ডাকাত সরদার’ জিল্লুরসহ দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

গোলাগুলির ঘটনায় র‌্যাব-১১ এর ডিএডি ইন্সপেক্টর জহিরুল ইসলাম এবং সৈনিক জামাল আহত হয়েছেন বলে র‌্যাব কর্মকর্তা আলেপ জানান।

ঘটনাস্থল থেকে গুলিসহ একটি বিদেশী পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।

Print Friendly, PDF & Email