সেই একটি ম্যাচের অপেক্ষায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : একটি ভালো ম্যাচ। একটি জয়। তাহলেই আর থাকবে না ভয়। কেটে যাবে সংশয়। শ্রীলঙ্কায় আসার প্রথম প্রথম অনুশীলন সেশনে এই কথা বলেছিলেন তামিম ইকবাল। ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচেও সেই জয় অধরা। ম্যাচ শেষে সেই একই কথা শোনা গেল অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠেও।
কখনও বোলিং ভালো হচ্ছে না তো কখনও ব্যাটিং। সব বিভাগ এক সঙ্গে জ্বলেই উঠছে না বাংলাদেশের। একই ভুলের চক্কর তো আছেই। দীর্ঘদিন ধরে চলে আসা অতিরিক্ত ডট বলের সমস্যা আরও প্রকট হয়ে ফুটে উঠেছে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে। ২০ ওভারের প্রায় অর্ধেক বল থেকেই রান করতে পারেনি ব্যাটসম্যানরা।
মাহমুদউল্লাহর ধারণা, সেই ডট বলগুলির জন্ম নিজেদের মনে সংশয় থেকেই। টানা হারের মধ্যে থাকায় দলের আত্মবিশ্বাসও তলানিতে। সেই বিশ্বাস ফিরে পেতে অধিনায়ক তাকিয়ে একটি ভালো দিনের দিকে।
টুর্নামেন্ট শুরুর আগে তামিম বলেছিলেন, একটি জয়ই বদলে দিতে পারে বাংলাদেশকে। মাহমুদউল্লাহও সেটি বিশ্বাস করছেন প্রবলভাবে।
“আমদের স্রেফ একটি ম্যাচ দরকার যেটায় আমাদের ভালো করতে হবে। একটু মোমেন্টাম দরকার। এটার জন্য অপেক্ষা করছি। যদি আমরা সেই মোমেন্টাম পেয়ে যাই, তাহলেই অন্য বাংলাদেশকে দেখবেন।”