পাঠ্য বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের বাড়তি জ্ঞানও অর্জন করতে হবে – আমিরুল কায়ছার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার আমিরুল কায়ছার বলেছেন পাঠ বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের বাড়তি জ্ঞানও থাকতে হবে। তাহলে শিক্ষার্থীরা ভাল ফলাফল করতে পারবে। তিনি সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়র আশুগঞ্জ উপজেলার চর চারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে সোমবার দুপুরে এক আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তবে এই কথা বলেন।
চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রসার অধ্যক্ষ কাজী মাওলানা মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরচারতলা ইউপি চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন খন্দকার, চরচারতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আইয়ুব খান, বিশিষ্ট ব্যাক্তি হাজী মো. ফজলুল হক মুন্সী প্রমুখ।
এসময় প্রধান অতিথি বক্তবে আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার আমিরুল কায়ছার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আগামী দিনের জন্য দিক নির্দেশক বক্তব্য রাখেন। আলোচনা শেষে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।