রবিবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০১৮ ইং ২২শে মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

২০০ কোটির মাইলফলকের দিকে ধাবিত হচ্ছে ‘পদ্মাবত’

নানা হুমকি-ধামকি ও হামলার শঙ্কা মাথায় নিয়ে ভারতে মুক্তি পায় সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবত’ ছবিটি। বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি চলার পর সপ্তম দিনের মাথায় এর মোট আয় দাঁড়িয়েছে ১৪৯ কোটি রুপিতে। সংশ্লিষ্টরা বলেছেন, অতিদ্রুত ২০০ কোটির মাইলফলকের দিকে ধাবিত হচ্ছে ‘পদ্মাবত’।

মুক্তি পাওয়ার পর মাত্র দুই দিনেই বক্স-অফিসে ভালো অবস্থানে উঠে আসে ‘পদ্মাবত’।শুধুমাত্র সপ্তম দিনে ছবিটি আয় করে প্রায় ১২ কোটি রুপি।

ছবির এ ধরনের ব্যবসায়িক সাফল্যে নিয়ে শহিদ কাপুর বলেন, ‘ছবিটির জন্য আমরা অনেক কিছু থেকে দূরে থেকেছি। গত দেড় বছর অনেক আবেগকে একসঙ্গে রাখা শিখতে হয়েছে। ছবিটির আরো অনেক দূর যাওয়ার বাকি রয়েছে। তবে আজ কিছু প্রমাণ করতে পেয়েছি বলে মনে হচ্ছে।’

প্রসঙ্গত, সুফি কবি মালিক মাহমুদ জয়সির লেখা বিখ্যাত কবিতা ‘পদ্মাবত’কে কেন্দ্র করে লেখা হয়েছে ছবিটির কাহিনী। ছবিতে শহিদ কাপুর সাথে বিপরীতে পদ্মিনীর ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাডুকোন। এছাড়া আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং।