রবিবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০১৮ ইং ২২শে মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

চালের কেজি ৪০ টাকার কম হবে না : বাণিজ্যমন্ত্রী

চালের দাম কেজিতে ৪০ টাকার নিচে আসবে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘এটা বাস্তবসম্মত নয়। চালের দাম অ্যারাউন্ড ৪০ টাকাই থাকবে।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘গত ২৪ জানুয়ারি পর্যন্ত বাজারে মোটা চালের পাইকারি দাম ৩৮-৪০ টাকা, খুচরা মূল্য ৪৩-৪৫ টাকা ছিল। তবে সরকার নির্ধারিত ৩৯ টাকা কেজি দরেই চার বিক্রি হবে।’

গত বছর প্রতিবেশী দেশ ভারতে বন্যায় পেয়াজ এবং ধানের ক্ষতি হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘কৃষকের দিকেও খেয়াল রাখতে হবে। কৃষককে গুরুত্ব দিতে হবে।’

কৃষক চাল উৎপাদন থেকে আগ্রহ হারালে দেশ ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তিনি।