ছয়টি নতুন আইনে রাষ্ট্রপতির স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক : বছরের শুরুতেই ছয়টি আইন কার্যকর হচ্ছে। দশম জাতীয় সংসদের চলতি ১৯তম অধিবেশনে পাস হওয়া এ সংক্রান্ত বিলগুলো আজ সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সম্মতি পেয়েছে।
সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার উপ-পরিচালক মো. নূরুল হুদা এ খবর নিশ্চিত করেছেন।
বিলগুলো হলো মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন (সংশোধন) বিল ২০১৮, বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস বিল ২০১৮, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০১৮, ব্যাংক-কম্পানি (সংশোধন) বিল ২০১৮, কৃষিকাজে ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিল ২০১৮ এবং বীজ বিল ২০১৮।
এখন গেজেট প্রকাশিত হলেই বিলগুলো আইনে পরিণত হওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ হবে বলে জানা গেছে।