মঙ্গলবার থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শুরু
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সিলেটে যাচ্ছেন। হযরত শাহজালাল ও শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি।
বেসরকারি যমুনা টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে সিলেটসহ ছয় সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দুই নির্বাচন সামনে রেখে মঙ্গলবার সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
হযরত শাহজালাল ও শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন শেখ হাসিনা।
মঙ্গলবার বিকাল ৩টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।
সফরকালে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
প্রতিবেদনে বলা হয়, সিলেট সিটি নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে নানা প্রত্যাশা দলীয় সম্ভাব্য প্রার্থীদের। কে হবেন আওয়ামী লীগের প্রার্থী তা নিয়েও হয়তো ধারণা পাবে দল।
এদিকে প্রধানমন্ত্রীর সিলেট সফর নির্বিঘ্ন ও সফল করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।